নাটোরে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় ৩৫ জনের নামে করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মালিপাড়া গ্রামের শের আলীর ছেলে ওসমান গণি, ফজলুল হকের ছেলে আবু বক্কর ও উপলশহর গ্রামের আব্বাস আলীর ছেলে জুয়েল রানা।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, প্রধান আসামিসহ অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও অফিস তছনছ করেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমানের তিন ভাগনেসহ ৩৫ যুবক। পরে চারজনের নাম উল্লেখসহ ৩৫ জনের নামে মামলা করেন শিক্ষা কর্মকর্তা।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।