বিএনপির মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ, ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

বগুড়ার গাবতলীতে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তিনমাথা মোড়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

আহতরা হলেন গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক ও জয়দেব কুমার সাহা। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে গাবতলীর হাসপাতাল মোড় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। তারা তিনমাথা মোড়ে আসার পর পুলিশ সদস্যদের দেখে হাতবোমার বিস্ফোরণ ঘটান। এতে দায়িত্বরত তিন পুলিশ কর্মকর্তা আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আসার আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ বিষয়ে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরমেয়র সাইফুল ইসলাম বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে তিনমাথা মোড়ের দিকে যাচ্ছিল। পুলিশের সঙ্গে থেকে আওয়ামী লীগ নেতারা হাতবোমার বিস্ফোরণ ঘটান। বিএনপির কেউ এ ঘটনা ঘটাননি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপি তাদের কর্মসূচি থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটান। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।