গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:১২ এএম, ১৩ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের ভাওয়াল স্টেশনে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেল স্টেশনের মাস্টার হানিফ আলী জানান, ভোরে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটি কিছুদূর যাওয়ার পর ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তিনি জানান, আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।