রাজবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

রাজবাড়ী কালুখালীর বোয়ালিয়ায় পুকুরে ডুবে আহাদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহাদ ওই গ্রামের সোহান মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্থানীয়রা জানান, শিশু আহাদ মিয়া বিকেলের দিকে খেলার জন্য বাইরে যায়। সন্ধ্যা হয়ে গেলেও ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে । এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির পায়ের জুতা ভাসতে দেখতে পান তারা। পরে শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রুবেলুর রহমান/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।