আখাউড়া সীমান্তে ১৭৫ হার্টের রিংসহ ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১১ ডিসেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হার্টের রিংসহ প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) উপজেলার বাউতলা এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে চিকিৎসায় ব্যবহৃত ‘প্রোটিয়া’ ব্র্যান্ডের ১৭৫ পিস হার্টের রিং, ৩১৩টি ভারতীয় থ্রি-পিস, ৮৩৮ পিস চশমা, ৭৪ পিস চশমার কভার, এক হাজার ৫০ পিস সিলাভিট মাল্টিভি নামে একজাতীয় মাদক ও ৩৬ পিস ভিটামিন সিরাপ রয়েছে।

মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, উপজেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে টাস্কফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে মালামালগুলো জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।