ব্রাহ্মণবাড়িয়া
মানবাধিকার দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের চেয়ার ছোড়াছুড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব মানবাধিকার দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। রোববার (১০ ডিসেম্বর) শহরের জেল রোডে আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এ ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি-ভাঙচুর
পুলিশ ও স্থানীয়রা জানায়, মানবাধিকার দিবসে আলোচনা সভার আয়োজন করে পৌর ছাত্রলীগ। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আলোচনা সভায় চলাকালে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয় ও পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিলের অনুসারীরা স্লোগান শুরু করেন। এসময় উভয় পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় শহরের মধ্যপাড়ায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মওলা ফারানি বলেন, হঠাৎ ঘটনাটি ঘটে গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি যেই ঘটিয়ে থাকুক না কেন সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে এমপি নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জাগো নিউজকে বলেন, অনুষ্ঠানস্থলের বাইরে পুলিশ সদস্যরা ছিলেন। পরে উত্তেজনা দেখা দিলে ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম