তিস্তা সেতুর রক্ষা বাধে ধস


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৯ জুলাই ২০১৪

উদ্বোধনের ১ বছর যেতে না যেতেই তিস্তা সেতু রক্ষা গাইড বাধের ৪৫  মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে হুমকীর মুখে পড়েছে উত্তরাঞ্চলের বৃহৎ এ তিস্তা সেতুটি। এলাকাবাসীর অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।

তবে ভাঙ্গন ঠেকাতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া।

জানা গেছে, ২৪ ঘন্টার ভাঙ্গনে ইতোমধ্যেই নদী গর্ভে চলে গেছে বেশ কয়েকটি ঘর-বাড়ি এবং আবাদি জমি। ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত বাধ নির্মাণের দাবি জানিয়েছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।