দাগনভূঞা প্রেস ক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

অডিও শুনুন

ফেনীর দাগনভূঞা প্রেস ক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে ভবনের উদ্বোধন করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে ক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।

দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী,রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, দাগনভূঞা থানার ওসি তদন্ত রাসেল মিয়া, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, বিটিভি ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির উদ্দিন বেগ, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, দেশ টিভির ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, ব্যাংকার মিজানুর রহমান হিরো, সমাজসেবক আবদুর রাজ্জাক, মানবাধিকার কর্মী কামরুল ইসলাম ক্লাইভ প্রমুখ।

দাগনভূঞা প্রেস ক্লাবের নিজস্ব ভবন উদ্বোধন

সাধারণ সম্পাদক এমাম হোসেন এমামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন, এম এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, ইমাম হাসান কচি। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে নবীন ও প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে দিদারুল কবির রতন বলেন, প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় হওয়ায় আমি আনন্দিত। আমি চাই প্রেস ক্লাব সবসময় ঐক্যবদ্ধ থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে প্রেস ক্লাবের সাংবাদিকরা।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।