‘নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না’ বললেন আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৭ ডিসেম্বর ২০২৩

নৌকার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন নরসিংদীর মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম। এ সময় তিনি নৌকার সমর্থকদের হুমকিও দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের লোক হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে কথা বলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। জেলা জুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী -১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল কবীর সাহীদ এবং মাধবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন মানিক এবং নরসিংদী পৌর সভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।

আরও পড়ুন: আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামলা, ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ভিডিওতে সিরাজুল ইসলাম বলেন, নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না। বর্তমান সংসদ সদস্য হিরুর লোকেরা পালানোর জায়গা পাবে না। পৌর মেয়রের বক্তব্যের পর মাধবদী অঞ্চলের পাঁচটি ইউনিয়ন একটি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী পক্ষে গণজাগরণের সৃষ্টি হয়েছে। এ জাগরণে আর কেউ বাধা দিতে পারবে না। মেয়র মোশারফ এরইমধ্যে মাঠে নেমেছেন। তাই এখানে কামরুল ছাড়া আর কিছু থাকবে না। আগামীকাল থেকে মধাবদী থানার পাঁচটি ইউনিয়নে আমরাও একজন কামরুল ভাই হয়ে মাঠে নামবো।

মধাবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন মানিক বলেন, আমরা আওয়ামী লীগ করি। তাই নৌকার বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই।

নৌকার বিরুদ্ধে বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কখন এ কথা বলেছে তা আমি শুনিনি। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও নৌকার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই।

সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলামের সমর্থক এস এম কাইয়ুম তার টাইম লাইনে লিখেছেন, নৌকার লোকেরা পালানোর জায়গা না পেলে আপনাদের খুব সুবিধা হবে বলে মনে হয়? দলের দায়িত্বশীল পদে থেকে এমন ভয়ঙ্কর কথা বলার সুযোগ আছে? এ কথাটা তো মির্জা ফখরুল সাহেবদের কথা।

বক্তব্যের বিষয়ে জানতে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিক বার কল দিলেও রিসিভ করেননি।

এদিকে নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এবার আওয়ামী লীগের আরেক নেতার বেফাঁস মন্তব্যের পর দলের ভেতরে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

সঞ্জিত সাহা/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।