কাপাসিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

 

গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/fire-2-20231206155242.jpg

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান কালীগঞ্জে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি বড়পুশিয়া এলাকায় পৌঁছালে ৬-৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আগুন ধরিয়ে দেয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

কাভার্ডভ্যানের চালক মো. সুমন বলেন, দুর্বৃত্তরা গাছের গুঁড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। পরে ইট দিয়ে সামনের গ্লাস ভেঙে আগুন দিয়ে চলে যায়।

jagonews24

এ বিষয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।