গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নিহত বাংলাদেশি যুবক মো. রোজিম আলির (৪০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। পতাকা বৈঠকের পর সোমবার দিনগত রাত ২টার দিকে মরদেহ ফেরত দেয় বিএসএফ। রোজিম গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরের আবুল কালামের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জাগো নিউজকে বলেন, সোমবার রাত ১০টার দিকে রোকনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। রাত ২টার দিকে আমাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
শনিবার রাতে উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন রোজিমসহ আরও কয়েকজন। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই রজিমের মারা যান। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
সোহান মাহমুদ/এসজে/জেআইএম