রাজবাড়ী-১

পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে প্রার্থী হতে সদর উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করা অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্বতন্ত্রপ্রার্থীর প্রার্থিতার সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাসের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এসময় রাজবাড়ী-১ আসনে একই কারণে আরও তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

আরও পড়ুন: কুষ্টিয়ার চার আসনে ১৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

জানা গেছে, অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ত্যাগ করেন।

এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস বলেন, আমি আপিল করবো। আশা করছি আইনিভাবেই প্রার্থীতা ফিরে পাবো।

রুবেলুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।