স্ত্রীর চেয়ে সম্পদ কম জাপা প্রার্থী মাসুদ উদ্দিনের
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:১৫ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে মনোনয়ন বৈধ হয়েছে সাত প্রার্থীর। এদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, মাসুদ উদ্দিন চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পদের চেয়ে স্ত্রীর সম্পদ বেশি। তার নিজ নামে ৯৫ ভরি সোনা থাকলেও স্ত্রীর নামে রয়েছে ৫০ ভরি। কোনো দায়-দেনা নেই। মাসুদ উদ্দিনের স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে সম্পদ রয়েছে ৯ কোটি ২৮ লাখ ৮ হাজার ৪৭১ টাকার। তবে ৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ২৯৯ টাকার সম্পদ রয়েছে জাপার এ প্রার্থীর।
মাসুদ উদ্দিন বার্ষিক আয় দেখিয়েছেন ৪২ লাখ ৯৬ হাজার ৪৫৩ টাকা। কৃষিখাতে আয় ১৬ হাজার টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ভাড়া থেকে আয় ১৫ লাখ ৭৫ হাজার টাকা। আর ব্যাংক ও অন্যান্য খাত থেকে সম্মানী বাবদ আয় দেখিয়েছেন ২৭ লাখ ৬ হাজার ২৬৩ টাকা।
অন্যদিকে শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে স্ত্রীর বার্ষিক আয় দেখিয়েছেন তিন লাখ ৪৯ হাজার ৬২৫ টাকা। এছাড়া অন্যান্য খাতে সম্মানী হিসেবে আয় তিন লাখ ৯০ হাজার টাকা।
মাসুদ চৌধুরীর হাতে নগদ টাকা রয়েছে ১০ লাখ ৬৫ হাজার টাকা। বৈদেশিক মুদ্রা চার হাজার ৭১১ ইউএস ডলার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে এক কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ১০২ টাকা ও ৪৩ লাখ টাকার শেয়ার। সোনা ৯৫ ভরি, ছয় লাখ ৬০ হাজার টাকা মূল্যের ইলেকট্রনিকস সামগ্রী ও ছয় লাখ টাকা মূল্যের আসবাবপত্র। অন্যান্য ৫২ লাখ ২ হাজার ৫২৫ টাকা।
বর্তমানে দুটি গাড়ি রয়েছে। যার মূল্য ৯৪ লাখ ৮৫ হাজার টাকা বলে হলফনামায় উল্লেখ করেছেন জাপার এ প্রার্থী।
অন্যদিকে তার স্ত্রীর কাছে নগদ টাকা রয়েছে এক কোটি ২৫ লাখ ৫২ হাজার ৪০০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ছয় লাখ ৫৮ হাজার ৭১ টাকা। শেয়ার ৩৩ লাখ টাকা। স্থায়ী আমানতে বিনিয়োগ ৮৭ লাখ ৫৬ হাজার টাকা। সোনা রয়েছে ৫০ ভরি। ইলেকট্রনিকস ও আসবাবপত্র এক লাখ ৬০ হাজার টাকার ও অন্যান্য ১০ হাজার টাকা। তার নামে গাড়ি রয়েছে একটি।
স্থাবর সম্পত্তির মধ্যে ২১৮.৫ শতক কৃষিজমি ও ২০৫.৪৩ শতক অকৃষি জমি রয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীর। রাজধানীর বারিধারায় রয়েছে দেড় কোটি টাকা মূল্যের একটি বাড়ি। এছাড়া স্ত্রীর নামে ৩০ শতক কৃষিজমি রয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস