নোয়াখালীতে নৌকার প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী ৯ ডিসেম্বর স্বশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশও দিয়েছে কমিটি।

রোববার (৩ ডিসেম্বর) স্থানীয় অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়, আপনি এইচ এম ইব্রাহিম নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়ে ১ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় পাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য দেন। এছাড়াও আপনার পক্ষে উপস্থিত নেতাকর্মী আপনার উপস্থিতিতে ভোট প্রার্থনাসহ প্রচারণামূলক বক্তব্য দিয়েছে। আচরণ বিধি ভঙের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলো।

জানতে চাইলে নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এইচ এম ইব্রাহিম জাগো নিউজকে বলেন, আমি কোনো চিঠি পাইনি। তবে শুক্রবার রাতে পাল্লা বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন বেশি দেখে গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেছি। চিঠির কপি হাতে পেলে ব্যাখ্যা দেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।