অবরোধ

ফেনীতে ৬ গাড়ি ভাঙচুর, চালকসহ আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৩

ফেনীতে অবরোধ চলাকালে ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসময় চালকসহ অন্তত ১০ জন আহত হন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ফেনীর ট্রাংক রোডের সেন্ট্রাল স্কুলের পাশে স্ট্যান্ডে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

jagonews24

প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্ট্রাল স্কুলের পাশে স্ট্যান্ডে থাকা দুটি গাড়ি ভাঙচুর করেন অবরোধকারীরা। এসময় চলাচলরত আরও তিনটি অটোরিকশা ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই অবরোধকারীরা পালিয়ে যান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ যাওয়ার আগেই চালকরা গাড়ি নিয়ে চলে যান। ভাঙচুরকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।