ফেনী-৩
নৌকার প্রার্থীর সভায় বক্তব্য দেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
ফেনী-৩ আসনের নৌকার প্রার্থী আবুল বাশারের মতবিনিময় সভায় বক্তব্য রেখে বহিষ্কার হলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মিলন।
শনিবার (২ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন মিলনকে (মিলন মেম্বার) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শামীম ওসমানকে শোকজ
দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ফেনী-৩ আসনের নৌকার প্রার্থী মো. আবুল বাশারের মতবিনিময় সভায় দেলোয়ার হোসেন মিলন অংশ নিয়ে বক্তব্য দেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, এক তরফা নির্বাচনের বিরুদ্ধে বিএনপি মাঠে আন্দোলনে চালিয়ে যাচ্ছে। সেখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মিলন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম