রং মিশিয়ে মাংস বিক্রির অপরাধে দুই দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০১ ডিসেম্বর ২০২৩

সিরাজগঞ্জে রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের মিরপুর ওয়াপদা ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালত : তিন আপিল শুনানি ১৩ ফেব্রুয়ারি 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে রঙের বোতল ও রং মেশানো মাংস পাওয়া যায়। পরে জুলমত আলী ও রেজাউল করিম নামের ওই দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা নিয়ে তদারকি করা হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।