আচরণবিধি ভাঙায় লক্ষ্মীপুরে দুই প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:০১ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

দ্বাদশ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় দুই এমপি প্রার্থীকে শোকজ করা হয়েছে। আগামী রোববার (৩ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে।

জানা গেছে, দ্বাদশ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন খান শক্তির মহড়া দিয়েছেন। তিনি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মানোনয়ন দাখিল করেন। এর আগে দুপুরে আনোয়ার খান ঢাকা থেকে চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে রামগঞ্জ সীমান্তে পৌঁছালে নেতাকর্মীরা মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন মোটরযান নিয়ে জড়ো হন।

বিজ্ঞাপন

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আনোয়ার খানের বহরে অন্তত হাজার মোটরসাইকেল ও অর্ধশতাধিক মাইক্রোবাস অংশ নেয়। ফুল দিয়ে সাজানো বেশ কয়েকটি পিকআপভ্যানে ওই প্রার্থীর রঙিন ব্যানার-ফেস্টুর, গান-বাজনারও আয়োজন ছিল। এতে দুই ঘণ্টা ব্যস্ততম রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের দুদিকে যানজট সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে আনোয়ার হোসেন খানের মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। তবে তার অনুসারী রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, বাইরে লোক জমায়েত করলে আচরণবিধি ভঙ্গ হয় বিষয়টি আমাদের জানা ছিল না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের ৬ জন এমপি প্রার্থী গত ৩-৪ দিন ধরে শক্তির মহড়া দিচ্ছেন। এরমধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন প্রার্থীই রয়েছেন। তারা বিপুল সংখ্যক মোটরসাইকেল, মাইক্রোবাস ও মোটরযান নিয়ে গান-বাজনার মাধ্যমে প্রতিযোগিতা দিয়ে নিজেদের অবস্থান জানান দিয়ে এলাকায় এসেছেন। প্রত্যেকের সঙ্গে হাজারো নেতাকর্মী-সমর্থক অংশ নেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২৭ নভেম্বর) নির্বাচনী এলাকায় প্রবেশের সময় চাঁদপুর বর্ডার এলাকা থেকে মোটরসাইকেল-মাইক্রোবাসসহ শোডাউনের ঘটনায় নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগ প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নকে শোকজ করা হয়েছে।

লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তাকে শোকজ করেন। আগামী রোববার (৩ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া ২৮ নভেম্বর জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং বিভিন্ন যানবাহনে প্রতীক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর কারণে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম ফারুক পিংকুকে শোকজ করা হয়। ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ উজমা শুকরানা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চিঠি দেন। তাকেও রোববার (৩ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আচরণবিধি ভাঙায় লক্ষ্মীপুরে দুই প্রার্থীকে শোকজ

পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক। তারা দুইজনই সংসদ সদস্য।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার কয়েকশো মোটরসাইকেল ও মাইক্রোবাস বহর নিয়ে এলাকায় আসেন। এ সময় তিনি আচরণবিধি ভেঙে একাধিক সভায় নির্বাচনী বক্তব্য দেন। পরদিন বুধবার ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন্নাহার লাইলী বহর নিয়ে এলাকায় আসেন। তিনি দলের নেতাকর্মীদের আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশ দেন।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে জাতীয় পার্টির প্রার্থী বোরহান উদ্দিন মিঠু দুই শতাধিক মোটরযান নির্বাচনী এলাকার কয়েকটি স্থানে মহড়া দেন।

এ বিষয়ে নুরউদ্দিন চৌধুরী নয়ন এবং গোলাম ফারুক পিংকু শোকজ নোটিশ পেয়েছেন জানিয়ে বলেন, কিছু অতি উৎসাহী নেতাকর্মী ও বিরোধী মতের লোকজন পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন। তারা শোকজের জবাব দেবেন। নিজেরা নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতন রয়েছেন। নেতাকর্মী ও সমর্থকদেরও সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান জানান, এরইমধ্যে কয়েকজন প্রার্থীকে সতর্ক করা হয়েছে। প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালন করার জন্য বলা হয়। কেউ এর ব্যতয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।