মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোস্তাফিজার রহমান (২৯) নামের মাদকাসক্ত এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে মোস্তাফিজারের মা ছেলের বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মোস্তাফিজার রহমান ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা আগটারি গ্রামের আব্দুর রহমান ও আঞ্জুয়ারা বেগমের ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।

পুলিশ জানায়, মাদকাসক্ত মোস্তাফিজার রহমান প্রতিদিন নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ দিতেন। টাকা না দিলে তাদের মারধর ও বাড়িতে ভাঙচুর করতেন। বুধবার সকালেও বাবা-মার কাছে টাকা দাবি করেন মোস্তাফিজার। টাকা না দিলে বাবা-মাকে মারধর ও বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে মোস্তাফিজারকে আটক করেন।

মোস্তাফিজার রহমানের মা আঞ্জুয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিতো। টাকা না দিলে সে আমাদের মারধর করে নির্যাতন করতো। এমনকি বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতো। তার অত্যাচারে আমরা বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে পুলিশে সোর্পদ করেছি।’

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ওই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ফজলুল করিম ফারাজী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।