গাজীপুরের আইনজীবী সমিতিতে বোমা হামলার ১৮ বছর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৯ নভেম্বর ২০২৩
আমজাদ হোসেন, আনোয়ারুল আজিম, গোলাম ফারুক অভি ও নুরুল হুদা

গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে বোমা হামলার ১৮ বছর আজ ২৯ নভেম্বর (বুধবার)। ২০০৫ সালের এ দিন সকালে সমিতির ২ নম্বর হলরুমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় ৯জন মারা যান। এর মধ্যে পাঁচ আইনজীবী, চার বিচারপ্রার্থী। হামলায় আরও অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। এ ঘটনায় এক হামলাকারী জঙ্গিও নিহত হন।

নৃশংস এ বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন- আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন।

নিহত বিচার প্রার্থীরা হলেন- আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতি জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।

এর দুইদিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারো জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে জেএমবি বোমা হামলা চালায়। এতে কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার নিহত এবং সাংবাদিক আমিনুল ইসলাম, বেলাল হোসেন, নজরুল ইসলাম বাদামীসহ ২৫ জন আহত হন। এদিন জেএমবির এক আত্মঘাতি সদস্য ফ্ল্যাক্স বোমা হামলা চালান।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহসান উদ্দিন প্রধান জাগো নিউজকে বলেন, জেএমবির বোমা হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে আছে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজধারণ, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, শোকসভা, মিলাদ, দোয়া, তবারক বিতরণ। এসব অনুষ্ঠানে জেলা জজ, জেলা প্রশাসক, সরকারি কৌঁসুলিসহ অনেকে উপস্থিত থাকবেন।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।