হবিগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের রাস উৎসব উদযাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

হবিগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহা রাসলীলা উদযাপিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ১২টায় চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে মনিপুরী পাড়ায় এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে শিল্পীদের উপস্থাপিত হয় রাধাকৃষ্ণের প্রেমরস। উৎসব দেখতে কয়েকশ’ মানুষের সমাগম ঘটে। মনিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুন নৃত্য মুগ্ধ হন ভক্ত ও দর্শনার্থীরা। সারা রাত অনুষ্ঠান শেষে ভোর ৫টায় এর সমাপ্তি হয়।

হবিগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের রাস উৎসব উদযাপন

উৎসব কমিটির উপদেষ্টা বীরশ্বর সিংহ জানান, ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায় ৫০ বছর ধরে এ রাস উৎসবের আয়োজন করে আসছেন। ১৭৬৯ খ্রিষ্টাব্দে রাজা ভাগ্যচন্দ্র সিংহের আয়োজনে মনিপুরীরা প্রথম রাসলীলা পালন করেন। আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।