জয়পুরহাটে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

জয়পুরহাটে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগের উদ্যোগে এ অভিযান চলছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত শহরের রেলগেট এলাকায় বিভিন্ন অবৈধ স্থাপনা করতে দেখা যায়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও পশ্চিমাঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান।

রেলওয়ে সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জয়পুরহাট রেলগেট সংলগ্ন রেললাইনের দুপাশে অবৈধভাবে দোকান ও স্থাপনা করেছিলেন দখলকারীরা।

জয়পুরহাটে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

এর আগে কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও দখলদাররা আবারও সেখানে স্থাপনা নির্মাণ করেন। মঙ্গলবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নামে রেল কর্তৃপক্ষ। এসময় জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধভাবে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জাগো নিউজকে জানান, জয়পুরহাট রেল স্টেশন এলাকায় উন্নয়ন কাজসহ রেললাইন সম্প্রসারণ হবে। এখানে কয়েকশ অবৈধ স্থাপনা রয়েছে। এসব জমি উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।