চলনবিলের বাউত উৎসবে যুবকের মৃত্যু
পাবনার ভাঙ্গুড়ায় চলনবিলে বাউত উৎসবে মাছ ধরতে গিয়ে রতন আলী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম মৌজার চলনবিলের শাখা রউল বিলে এ ঘটনা ঘটে।
মৃত রতন উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিক-চক পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে তিনি সৌখিন জেলেদের সঙ্গে রউল বিলে বাউত উৎসবে মাছ ধরতে যান। দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা লোকজন উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, বিলে মাছ ধরতে গিয়ে রতন আলী মারা যান। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতি বছরের অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সপ্তাহে দুইদিন শনিবার ও মঙ্গলবার চলে রউল বিলে মাছ ধরার উৎসব। এতে হাজার হাজার বাউতের সমাগম ঘটে।
আমিন ইসলাম জুয়েল/এফএ/এমএস