এইচএসসি

মাটিরাঙ্গায় একমাত্র জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী কৃষকপুত্র কামরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

এইচএসসি পরীক্ষায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়েছেন কামরুল হাসান নামের এক শিক্ষার্থী।

রোববার (২৬ নভেম্বর) ফলাফল প্রকাশের পর এতথ্য জানা যায়।

কামরুল হাসান মাটিরাঙ্গার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরিদ্র কৃষক হাবিল মিয়ার ছেলে। তিনি তবলছড়ি গ্রীনহিল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

পাঁচ বোনের একমাত্র ভাই কামরুল হাসান। এরআগে ২০১৪ সালে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় ও ২০১৫ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পান তিনি। একইসঙ্গে ২০২১ সালে তাইন্দং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন কামরুল হাসান।

ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা লাভের ইচ্ছার কথা জানিয়ে মেধাবী কামরুল হাসান বলেন, ‘পরিবার ও শিক্ষকদের অনুপ্রেরণায় আমি ভালো ফল করতে সক্ষম হয়েছি। আমি উচ্চশিক্ষিত হয়ে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করতে চাই।’

তার উচ্চশিক্ষা লাভে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার।

মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘এইচএসসি পরীক্ষায় উপজেলার একমাত্র শিক্ষার্থী হিসেবে কামরুল হাসান জিপিএ-৫ পেয়েছে। এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানাই।’

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।