আ’লীগের মনোনয়ন না পেয়ে ফেসবুকে ‘খেলা হবে’ লিখলেন এমপিপুত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আলী সুমন। পরে এ বিষয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। সেখানে সুমন লিখেছেন, ‘খেলা হবে...ইনশা আল্লাহ। সবাই প্রস্তুত হোন।’

রোববার (২৬ নভেম্বর) রাতে পোস্টটি করেন সুমন। পরে এটি ভাইরাল হয়ে যায়। 

খোঁজ নিয়ে জানা যায়, সুমন ও তার বাবা সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর সুবিদ আলী ভূঁইয়া কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রোববার বিকেলে আসনটিতে নতুন মুখ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলীয় মনোনয়ন না পাওয়ার ক্ষোভে রাতেই ফেসবুকে নেতাকর্মীদের উদ্দেশ করে মোহাম্মদ আলী সুমন এ বার্তা লেখেন।

এ বিষয়ে মোহাম্মদ আলী সুমন বলেন, ‘আমার বাবা এ আসনের তিনবারের সংসদ সদস্য। এখানে আমাদের বড় ধরনের ভোটব্যাংক আছে। আমার বাবা এবং আমি দুজনই মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমাদের দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা নৌকা থেকে বঞ্চিত হতে পারি, তবে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের আনুগত্য মৃত্যুর আগ পর্যন্ত করে যাবো। যেহেতু নেত্রী বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবার থেকে নির্বাচনে অংশ নেবো।’

জানতে চাইলে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের ছোট ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবলীগের সহসভাপতি ছালেহ মোহাম্মদ টুটুল বলেন, ‘তিনি (সুমন) বিভিন্ন সময় বিভন্ন কথা লিখে থাকেন। এ মুহূর্তে বিষয়টি (ফেসবুকে পোস্ট) নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। কারণ প্রধানমন্ত্রী নিজেই আমাদের নমিনেশন দিয়েছেন। দাউদকান্দির ভোটাররা আমাদের গ্রহণ করেছে।’

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।