২১০ কেজির কৈ ভোল বিক্রি এক লাখ ৬৫ হাজারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

সুন্দরবনের দুবলার চর এলাকায় জেলেদের জালে ধরা পড়া ২১০ কেজি ওজনের একটি কৈ ভোল বিক্রি হয়েছে এক লাখ ৬৫ হাজারে। পরে মাছটি রূপসার কেসিসির পাইকারি মৎস্য আড়তে এনে দুই লাখ টাকা দাম হাকা হচ্ছে।

শনিবার (২৫ নভেম্বর) রাতে সুন্দরবনের দুবলার চর এলাকায় বাগেরহাটের রামপালের জেলে শুকুর মিয়ার জালে ধরা পড়ে মাছটি।

আরও পড়ুন: এক পাঙাশের দাম ১৫ হাজার

সোমবার সকালে খুলনার রূপসার আড়তে মেসার্স বিশ্বাস ফিস ট্রেডার্সের রবিন বিশ্বাস মাছটি এক লাখ ৬৫ হাজার টাকায় কিনে আনেন। ঢাকা, চট্টগ্রামের বড় বড় মাছ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষনিক মাছটির দাম হাকা হয় এক লাখ ৮০ টাকা।

রূপসা পাইকারি মৎস্য ব্যবসায়ী আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী হাওলাদার বলেন, এটা রূপসার আড়তে আসা সবচেয়ে বড় মাছ।

আলমগীর হান্নান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।