এক পাঙাশের দাম ১৫ হাজার
চাঁদপুর সদর উপজেলার হরিণা মেঘনা নদীতে ধরা পড়া সাড়ে ১৪ কেজি ওজনের পাঙাশ মাছ বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।
সোমবার (২৭ নভেম্বর) সকালে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে পাঙাশটি বিক্রির জন্য আনা হয়। এসময় মাছটি দেখতে ভিড় জমায় ক্রেতা ও উৎসুক জনতা।
বড়স্টেশন মাছঘাটের মৎস্য ব্যবসায়ী মো. কামাল হোসেন বলেন, মাছঘাটে প্রতিদিন ছোট বড় মিলে ১০-১৫ টি পাঙাশ আসে ঘাটে। পাঙাশ যত বড় হবে, কেজিতে তত দাম বাড়বে। আজকের মাছটি এক হাজার ৫০ টাকা কেজি ধরা হয়েছে। পরে দর-দাম করে ১৫ হাজার টাকায় এক ক্রেতা কিনেছেন।
আরও পড়ুন: পদ্মায় ধরা পড়লো ১৩ কেজির পাঙাশ
ক্রেতা জাহিদ হোসাইন বলেন, বড়স্টশেন মাছঘাটে প্রায়ই আসা হয়। নদীর পাঙাশ খুব সুস্বাদু, তাই বড় পাঙাশ মাছটি আমরা কয়েকজন মিলে কিনেছি। তবে দাম অনেক বেশি।
জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এখনো পাঙাশের মৌসুম পুরোপুরি শুরু হয়নি। আরও কিছুদিন পর মৌসুম শুরু হবে। তখন পদ্মা-মেঘনায় জেলেদের জালে প্রচুর পাঙাশ ধরা পড়বে। তবে এবার মা ইলিশ রক্ষা অভিযানের পর থেকে ছোট-বড় পাঙাশ ধরা পড়ছে।
শরীফুল ইসলাম/জেএস/জেআইএম