নারায়ণগঞ্জ

ট্যাংকলরি থেকে তেল নেওয়ার সময় প্রাণ গেলো যুবকের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৫০ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরি থেকে ফার্নেস অয়েল সংগ্রহ করার সময় আবু সাঈদ (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৭ নভেম্বর) সকালে আদমজী এসও রোড এলাকার মেঘনা ডিপোতে এ ঘটনা ঘটে। আবু সাঈদ ওই এলাকার নাজির হোসেনের ছেলে। তিনি এসও রোড এলাকায় ইসমাঈলের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আহত নিহতের ছোট ভাই ফাহিম (১২) এবং তার বাবা নাজির হোসেন (৪৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ময়মনসিংহে বাস-রেললাইনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ট্রেন

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে ওই ট্যাংকলরির মালিক জাহাঙ্গীর তাদের গাড়ি থেকে অবশিষ্ট তেল সংগ্রহ করে গাড়িটি পরিষ্কার করে দিতে বলে। এজন্য প্রথমে ফাহিম গাড়িটির ভেতর নামে। পরে সে বের না হওয়ায় তাকে উদ্ধার করতে তার বাবা নাজির ট্যাংকলরির ভেতরে নামে। পরবর্তীতে তাদের দুজনেরই কোনো সাড়াশব্দ না পেয়ে নাজিরের বড় ছেলে আবু সাঈদও ট্যাংকলরির ভেতরে নামে। পরে এলাকাবাসী আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে সুফিয়া হাসপাতালে ভর্তি করেন। এসময় সাঈদের অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম মোস্তফা বলেন, ট্যাংকলরিটির ভেতর গ্যাসের চাপ থাকায় এ ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের বাবা নাজির হোসেন সুস্থ রয়েছেন। আর ফাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।