ময়মনসিংহে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর পাসের হার ৭০ দশমিক ৪৪ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে আছেন মেয়েরা।

এ শিক্ষাবোর্ডের অধীনে চার জেলা থেকে পরীক্ষায় অংশ নেন ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ৫৩ হাজার ৪২৬ জন। এদের মধ্যে মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৫০৩ জন। পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ। ছেলে পাস করেছে ২৪ হাজার ৯২৩ জন। পাসের হার ৬৯ দশমিক ৬১ শতাংশ।

এ বোর্ডে ফলাফলের দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছে নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এ কলেজ থেকে এক হাজার ২৪৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে এক হাজার ২২৫ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৪৪ জন। পাশের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ।

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া মারিয়া জান্নাত বলেন, কঠোর পরিশ্রমের সফলতা ফলাফলের মাধ্যমে পেয়েছি। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার প্রতি। এ সফলতা ধরে রাখতে আরও কঠোর অধ্যাবসায় অব্যাহত রাখবো।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, আমরা ময়মনসিংহ শিক্ষাবোর্ডে বরাবরের মতো এবারও শীর্ষস্থান ধরে রেখেছি। তবে এবছর সবার ফলাফল কিছুটা খারাপ হয়েছে। আমরা শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে ব্যস্ত রাখি না। তাদের নৈতিকভাবেও গড়ে তোলার চেষ্টা করি।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জাগো নিউজকে বলেন, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৭৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ৫৩ হাজার ৪২৬ জন। ফেল করেছেন ২৮ হাজার ৩২৫ জন। যেখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৪৪ শিক্ষার্থী।

তিনি আরও বলেন, পাশের হার এবং জিপিএ-৫ এর দিক দিয়ে মেয়েরা এগিয়ে। মেয়েরা জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮৩৯ জন। ছেলেরা জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৪০৫ জন।

মঞ্জুরুল ইসলাম/এসজে/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।