নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজে পাসের হার ৯৮.৬৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

চলতি বছর নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন। পাসের হার ৯৮.৬৭। রোববার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

তিনি বলেন, এবার এই প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন ২২৬ জন। পাস করেছেন ২২৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন। সে হিসাবে পাসের হার শতকরা ৯৮.৬৭।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমাদের প্রতিটি শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার যোগ্য ছিল বলে আমি মনে করি। তবে ২২৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন। বাকি ৬৫ জন এ গ্রেড ও একজন এ মাইনাস পেয়েছেন। আর অকৃতকার্য হয়েছেন তিনজন। প্রতিবারের মতো এবারও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে এখানকার শিক্ষার্থীরা ভর্তিযুদ্ধে সেরা ফল করবেন এমন প্রত্যাশা করছি।

আরও পড়ুন: কুমিল্লা বোর্ডে শীর্ষেই ফেনী গার্লস ক্যাডেট কলেজ

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের আগের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ রাখে। কলেজটিতে কেবল বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল। উদ্দেশ্য ছিল এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ, কারিগরি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।