জামালপুরে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৩

 

জামালপুরের মাদারগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিলসহ সৌমিত (২৫) ও জসীম উদ্দিন (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শুভগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক সৌমিত ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গুদাগাড়ী এলাকার মো. খালেকের ছেলে এবং জসীম উদ্দিন গাজীপুর সদর থানার শিরিরচালা এলাকার হাজী মিন্নাত আলীর ছেলে।

র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর মো. আবরার ফয়সাল সাদী সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

jagonews24

বিজ্ঞপ্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে এরা দেশের বিভিন্ন জায়গায় মাদক কারবারি করে আসছিলো। শনিবার উপজেলার শুভগাছা এলাকার বেল্লালের মোড় সংলগ্ন ডক্টর মেডিকেল হলের সামনের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল, একটি মোটরসাইকেল ও নগদ তিন হাজার পঁচাত্তর টাকা উদ্ধার করা হয়। পরে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

মো. নাসিম উদ্দিন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।