কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুই বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়ছে দুই ট্রেনের বহু যাত্রী।

কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: লাইনচ্যুত বগি উদ্ধার, ১৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

তিনি বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। এতে গেলে ট্রেনটির ইঞ্জিন ও দুই বগি লাইনচ্যুত হলেও কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেনে খবর পাঠানো হয়েছে। আখাউড়ার থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করবে।

তাসনিম আলম সাকিব নামের এক যাত্রী বলেন, আমি তিন নম্বর বগিতে ছিলাম। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাম পাশের লাইনে ওঠার সময় দ্রুতগতিতে স্টেশনে দিকে প্রবেশ করতে গিয়ে লাইনচ্যুত হয়। তবে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এসকে রাসেল/জেএস/আরেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।