নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৩

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ নভেম্বর) ভোরে বেগমগঞ্জের একলাশপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাবের আহমেদ সদর উপজেলার তাজ মাহাতাবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: দিনাজপুরে পাইপলাইন ফুটো করে তেল চুরি, গ্রেফতার ৪

তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। বিকেলে সাবেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে সুধারামে আটজন, বেগমগঞ্জে ছয়জন, কোম্পানীগঞ্জে তিনজন, কবিরহাটে চারজন, চরজব্বরের একজন, সেনবাগে একজন, সোনাইমুড়ীতে একজন ও চাটখিলে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।