লাইসেন্সে জন্মতারিখ সংশোধনের দাবিতে চালকদের মানববন্ধন
ড্রাইভিং লাইসেন্সে ভুল জন্মতারিখ সংশোধনের দাবি জানিয়েছেন পেশাদার গাড়িচালকরা। এসময় স্মার্টকার্ড প্রাপ্তিতে শিথিলতা প্রদানেরও দাবি জানান তারা।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও মাগুরার শতাধিক ভুক্তভোগী এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- এম জেনারুল ইসলাম, রিপন মণ্ডল, মামুন অর রশিদ মামুন, সিরাজুল ইসলাম ও মিল্টু জোয়ারদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কয়েক বছর ধরে স্থানীয় বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন পড়ে আছে। এসব আবেদনপত্রের কোনো সুরাহা হচ্ছে না। স্মার্টকার্ড পাওয়ার পরও বর্তমানে আমরা জন্মতারিখ ভুলের কারণে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছি না। এজন্য প্রজ্ঞাপন অনুযায়ী জন্মতারিখ সংশোধন করে নবায়নের ব্যবস্থা করা প্রয়োজন।
হুসাইন মালিক/এনআইবি/এএসএম