রামুতে বন্যহাতির আক্রমণে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৫ নভেম্বর ২০২৩

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে আকবর হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার ঈদগড়-গয়ালমারা সড়কের কেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আকবর ঈদগড় ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার মৃত হাজী আমির হামজার ছেলে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ ভুট্টো।

তিনি বলেন, মোটরসাইকেলযোগে পারিবারিক ধানক্ষেত দেখতে যাওয়ার পথে অতর্কিত বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জাগো নিউজকে বলেন, বন্যহাতির আক্রমণে ব্যবসায়ীর মৃত্যুর বিষয় এখনো কেউ জানায়নি। নিহতের পরিবার বনবিভাগের সঙ্গে যোগাযোগ করলে নিয়মানুসারে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।