সাজেকে মিনিট্রাক খাদে পড়ে চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:১৪ এএম, ২৪ নভেম্বর ২০২৩

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে মিনিট্রাক খাদে পড়ে মনু মিয়া (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে সাজেকের উদয়পুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাইস্যাছড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ছয়নালছড়া নামক এলাকায় সীমান্ত সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত একটি খালি মিনিট্রাক উদয়পুর থেকে বালি নামিয়ে দীঘিনালা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ৫০ ফুট নিচে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। এ ঘটনায় গুলজার নামে একজন গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল হক জানান, একটি মিনিট্রাক খাদে পড়ে চালক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থাসহ আইনগত প্রক্রিয়া শুরু করেছি।

সাইফুল উদ্দীন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।