গাজীপুরে নাশকতা মামলায় সাংবাদিক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

গাজীপুরে নাশকতার মামলায় দৈনিক ইনকিলাবের কাপাসিয়া প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়। এরআগে বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার রাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শামসুল হুদা লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার পাশাপাশি তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তার স্ত্রীও একজন শিক্ষক। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, গত অক্টোবরে কাপাসিয়া থানায় করা রাজনৈতিক একটি মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওই মামলায় লিটনকে গ্রেফতার দেখানো হয়েছে।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।