তাজরিন ট্র্যাজেডির ১১ বছর

মোমবাতি প্রজ্বলনে নিহতদের স্মরণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। দুর্ঘটনার ১১ বছরেও বিচারের মুখ দেখেনি হতাহতের স্বজনরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় জরাজীর্ণ তাজরিন ফ্যাশন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

নিহতদের স্বজনরা জানান, প্রতিবছরের মতো দিনটি স্মরণ করতে এবছরও নানা উদ্যোগ নেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহত-আহত শ্রমিকদের স্বজনরা। সেসব উদ্যোগের অংশ হিসেবে তাজরিন কারখানার সামনে সন্ধ্যায় হাজির হন তারা। হাতে মোমবাতি জ্বালিয়ে বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তরা ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থান ব্যবস্থাসহ মালিকের শাস্তির দাবি জানান।

আরও পড়ুন: তাজরিন দুর্ঘটনা : আশ্বাস পূরণ করেনি কোনো প্রতিষ্ঠান

এসময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ঈসমাইলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোমবাতি প্রজ্জ্বলনে নিহতদের স্মরণ

২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাজরিন ফ্যাশন লিমিটেডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। জীবন বাঁচাতে লাফিয়ে পড়ে পঙ্গু হন আরও অনেকে।

আরও পড়ুন: তাজরীন ট্র্যাজেডির ১০ বছর, আজও মেলেনি ন্যায়বিচার

তাদের স্মরণে শুক্রবার (২৪ নভেম্বর) সকালে আশুলিয়ার তাজরিন কারখানার সামনে অস্থায়ী বেদিতে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানাবেন নানা শ্রেণিপেশার মানুষ।

মাহফুজুর রহমান নিপু/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।