কোচিংয়ে ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষকের ৫ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি

রাজশাহীতে শ্লীলতাহানির অপরাধে জহুরুল ইসলাম (৩৮) নামের একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন।

আসামি জহুরুল ইসলাম রাজশাহীর বাঘা থানার আলাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল নাহার মুক্তি জাগো নিউজকে বলেন, বাদীর মেয়ে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো। আসামি এলাকায় কোচিং সেন্টার খুললে সেখানে ভুক্তভোগী ছাত্রীকে ভর্তি নেন। ২০২৩ সালের আগস্টে সেখানে বাদীর মেয়ের সাথে শ্লীলতাহানির চেষ্টা করেন। এছাড়া তাকেসহ তার বাবাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা কোর্টে মামলা করেন। সেই মামলার রায় ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ মামলায় আসামিকে নারী ও শিশু নির্যাতন আইন ২০১০ এর ১০ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাখাওয়াত হোসেন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।