পদ্মায় ধরা পড়লো ১৩ কেজির পাঙাশ
অডিও শুনুন
চাঁদপুরে পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পাঙাশ ধরা পড়েছে। পরে মাছটি চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ১২ হাজার টাকায় বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে চাঁদপুরের রাজরাজেশ্বর পদ্মা নদীতে ইলিশের জালে মাছটি ধরা পড়ে। পরে পাঙাশটি আকবর নামের এক ক্রেতা নিলামের মাধ্যমে ১২ হাজার টাকায় কিনে নেন।
মাছঘাটের মৎস্য ব্যবসায়ী জহির জানান, এখানে ইলিশের পাশাপাশি পাঙাশ, আইড়সহ পদ্মা-মেঘনার বিভিন্ন মাছ জেলেরা ঘাটে নিয়ে আসে। সকালে ১৩ কেজি ২০০ গ্রাম মাছটি আমাদের আড়তে দিয়ে আসেন এক জেলে। পরে সেটি নিলামে ৩২ হাজার টাকা মণে বিক্রি হয়। এতে কেজি হিসেব করে ১২ হাজার টাকা দেওয়া হয়।
মাছের ক্রেতা আকবর জানান, পাঙাশ বড় হলে চাহিদা বাড়ে। পরবর্তীতে এটি কেজি ধরে বিক্রি করা হবে। কিংবা কেউ চাইলে পুরোটা নিতে পারবে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদার বলেন, এখন নদীতে ইলিশ নেই। প্রতিদিন ৩০-৪০ মণও ইলিশ আসে না। পাঙাশ, আইড়, চিংড়িসহ নদীর মাছে কিছুটা সরগরম মাছঘাট।
শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম