ফেনীতে নৌকার জন্য আওয়ামী লীগের ৩২ নেতার লড়াই
ফেনীর তিন আসনে আওয়ামী লীগের ৩২ নেতা মনোনয়ন কিনেছেন। নৌকার টিকিট পেতে নির্ধারিত সময়ে দলীয় কার্যালয়ে মনোনয় জমা দিয়েছেন তারা। দলীয় হাইকমান্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে।
দলীয় একাধিক সূত্র জানায়, ফেনী-১ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল্লাহ, সদস্য মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাহাব উদ্দিন টিপু, আবদুল মতিন ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুল্লা হারুন ভূঁইয়া রাসেল, ইলিয়াস জাকারিয়া জুয়েল, আবদুল কাদির ভূঁইয়া বাবু ও রোকেয়া সাফদার দলীয় মনোনয়ন কিনেছেন।
আরও পড়ুন: নৌকায় উঠতে চান ননদ-ভাবিসহ আওয়ামী লীগের ১০ নেতা
ফেনী-২ আসনে দলীয় মনোনয়ন কিনেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া হাজারী, আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া নাসির, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সাইফ মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল এবং বঙ্গবন্ধুর একান্ত সহচর শফি উদ্দিন আহমেদের ছেলে আমান উদ্দিন দুলাল।
ফেনী-৩ আসনে যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার, ফেনী জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ, তার স্ত্রী পারভীন আক্তার, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার, অভিনেত্রী রোকেয়া প্রাচী, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এ কে আজাদ, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও সাবেক যুবলীগ নেতা আমজাদ হাজারী।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ জানান, দলীয় মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যাকে নৌকার মনোনয়ন দেবেন তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ফেনীর তিনটি আসনে আমরা নৌকা প্রার্থীকে বিজয়ী করতে চাই।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস