চাঁদপুর-২

নৌকার টিকিট চান বাবা-ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২২ নভেম্বর ২০২৩

চাঁদপুর-২ আসনে নির্বাচনে অংশ নিতে নৌকার মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) ও তার জ্যেষ্ঠ ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দিপু)।

মঙ্গলবার (২১ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। এ আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন ১২ জন।

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)। তার সঙ্গে রয়েছেন তার জ্যেষ্ঠ ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দিপু)। মায়া দীর্ঘদিন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে দিপু চৌধুরী ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন।

আরও পড়ুন: নেত্রকোনায় নৌকার প্রার্থী হতে চান ৭১ আওয়ামী লীগ নেতা 

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে এবার ৩ লাখ ৯৩ হাজার ৭৪জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৯৮ হাজার ৪৫৬ ভোট এবং নারী ভোটার রয়েছে এক লাখ ৯৪ হাজার ৬১৮ জন।

এ বিষয়ে মায়ার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) বলেন, মূলত আমার বাবা মনোনয়ন চেয়েছে। আমি বাবার সঙ্গে সারাজীবন একসঙ্গে কাজ করেছি। এলাকার উন্নয়নে বাবার সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করেছি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাথে আমার ৩০-৪০ বছর ধরে সম্পর্ক। প্রত্যেকের সাথে আমার নাড়ির টান রয়েছে। আমিও দল থেকে মনোনয়ন চেয়েছি। আমাদের নেত্রী যেটা ভালো মনে করেন সেটাই করবেন।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।