ভিক্ষা করতে বের হয়ে লাশ হলেন বৃদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২১ নভেম্বর ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় ভিক্ষা করতে বের হয়ে লাশ হলেন ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধা। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের দিকে পৌর সদরের ছিলাধরচর এলাকার মরা নদ (কুমার নদের শাখা) থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা ডিঙ্গি নৌকায় নদী পার হতে গিয়ে পড়ে গিয়েছনে। পরে আর উঠতে পারেননি। ধারণা করা হচ্ছে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। ভিক্ষার জন্য ভোরে বের হলে দুর্ঘটনার শিকার হন। বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। বৃদ্ধার পরিচয় না মিললে দাফনের জন্য আনজুমানে মফিদুল ইসলামের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

এন কে বি নয়ন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।