জর্জের আসনে তানিয়া আমীর

হানিফের আসনে মনোনয়ন নিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২১ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের আসনে (কুষ্টিয়া সদর-৩) নির্বাচন করতে চান ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। এছাড়া তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীরও মনোনয়ন তুলেছেন। তিনি তুলেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বুথের দায়িত্বে থাকা অ্যাডভোকেট শেখ হাসান মেহেদী জানান, রোববার (১৯ নভেম্বর) ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীরের পক্ষে একজন প্রতিনিধি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সদর আসনে মাহাবুবউল আলম হানিফের আসনে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ছাড়াও মনোনয়ন কিনেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ডা. এ এফ এম আমিনুল হক রতন, সহ-সভাপতি লাইলা আরজুমান বানু ও খন্দকার মাহাতাবুল হক জয়।

এছাড়া তানিয়া আমীর মনোনয়ন তুলেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে। এ আসনের এমপি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

খোঁজ নিয়ে জানা গেছে, কুষ্টিয়া প্রেস ক্লাবের পেছনে এন এস রোডের বার্মিজ গলিতে ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের নিজস্ব বাসভবনে একজন কেয়াটেকার বাড়িটি দেখাশোনা করেন। তবে বেশিরভাগ সময় বাড়িটি তালাবদ্ধ থাকতো। দুদিন ধরে বাড়িটিতে ধোয়ামোছা থেকে শুরু করে রঙের কাজ করানো হচ্ছে। গ্যারেজে লাগানো হচ্ছে টাইলস।

সূত্র জানায়, ২০০৬ সালে দলের চরম দুর্দিনে কুষ্টিয়া আওয়ামী লীগের হাল ধরেছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া সদর আসনের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন তিনি। সেই উঠান বৈঠক আজ সারাদেশের রোল মডেল হলেও আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন।

এদিকে, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও তানিয়া আমীরের মনোনয়ন সংগ্রহের পর জেলার রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন তৈরি হয়েছে। ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের ঘনিষ্ঠ একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, কেন্দ্রের গ্রিন সিগন্যাল পেয়েই তারা মনোনয়ন সংগ্রহ করেছেন।

তবে এ আসনের সংসদ সদস্য ও হেভিওয়েট নেতার বিপক্ষে দেশবরেণ্য আইনজীবীর মনোনয়ন নেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না হানিফপন্থিরা। তারা বলছেন, কুষ্টিয়া-৩ সদর আসনে মাহবুবউল আলম হানিফের কোনো বিকল্প নেই। এ কারণে তার দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি এক প্রকার নিশ্চিত বলে দাবি করছেন তারা। তবে পার্টির কিছু নেতা বলছেন দলের মধ্যে প্রতিযোগিতা থাকা ভালো। নেত্রী যাকে নৌকা দেবেন তার পক্ষেই থাকবে সব পর্যায়ের নেতাকর্মীরা।

ব্যারিস্টার আমীর-উল ইসলামের কন্যা তানিয়া আমীর বর্তমানে আমীর অ্যান্ড আমীর ‘ল’ অ্যাসোসিয়েশনের পার্টনার। তিনি এখন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তিনি বাংলাদেশ ও ব্রিটনের দ্বৈত নাগরিক। তিনি দেশের তুখোড় আইনজীবীদের একজন। ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতে আলোচিত মামলা লড়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বাবার খ্যাতি ও সফল পেশা তার মনেও প্রভাব ফেলেছে। নব্বইয়ের দশকের শুরুর দিকে যুক্তরাজ্য থেকে এলএলবি অনার্স শেষে ব্যারিস্টার হন। বহুমাত্রিক এ ব্যক্তিত্ব আইন পেশার পাশাপাশি সক্রিয় মানবাধিকারকর্মী ও পরিবেশকর্মী হিসেবে। কাজ করছেন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার রক্ষা ও বিভিন্ন এনজিওতে।

আল-মামুন সাগর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।