সাইজিংয়ের ধোঁয়ায় পরিবেশ দূষণ, জরিমানা গুনলেন কারখানা মালিক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইজিংয়ের ধোঁয়ায় ও বর্জ্যে পরিবেশ দূষণের দায়ে হাজি আইয়ুব নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক এ দণ্ডাদেশ দেন। এসময় উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের আমেনা সাইজিংয়ের মালিক হাজি আইয়ুবকে এ অর্থদণ্ড করা হয়।
আরও পড়ুন: ফেনীতে মাদক কারবারির জেল-জরিমানা
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল ছোট ফাউসা গ্রামের আইয়ুব হাজির মালিকানাধীন একটি সাইজিং মিলের ধোঁয়ায় ও বর্জ্যে পরিবেশ নষ্ট হচ্ছে। একই সঙ্গে চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অভিযোগের ঘটনার সত্যতা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাশ্বির শ্রাবণ/জেএস/এমএস