টাঙ্গাইল জেনারেল হাসপাতাল

চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যুর অভিযোগ

আরিফ উর রহমান টগর আরিফ উর রহমান টগর টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২১ নভেম্বর ২০২৩

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে হাসপাতালের ১ নম্বর অপারেশন থিয়েটার রুমে মৃত্যুর এ ঘটনা ঘটে। এর পর পর প্রসূতির অস্ত্রোপচার করা ডা. সালমা জাহান ও হাসপাতালের চলতি দায়িত্বে থাকা সিনিয়র কনসালটেন্ট ডা. প্রনব কর্মকার গাঁ ঢাকা দেন বলে জানা গেছে।

প্রসূতির নাম মীম আক্তার (২০)। তিনি ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া গ্রামের হানিফ আলির মেয়ে ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মদনা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী উভয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

মীমের নানি সুমনা আক্তার বলেন, মঙ্গলবার সকালে মীমের প্রসব ব্যথা ওঠে। দ্রুত তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। দুপুর ১২টার দিকে ওই হাসপাতালে ভর্তি করি। সেখানে গাইনি বিভাগের জুনিয়ার কনসালটেন্ট ডা. সালমা জাহানের তত্ত্বাবধানে দুপুর ১টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ২০ মিনিট পর ওই চিকিৎসক মীমের জন্য দুই ব্যাগ রক্ত চান। আমরা রক্ত সংগ্রহের জন্য হাসপাতালের বিভিন্ন ইউনিটে ছোটাছুটি করি। এমন সময় অপারেশন থিয়েটার থেকে জানানো হয় মীম ও তার নবজাতকের মৃত্যু হয়েছে।

সুমনার অভিযোগ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. সালমা জাহান মীমকে সোনিয়া নার্সিং হোমে নেওয়ার কথা বলেছিলেন। আমরা হতদরিদ্র হওয়ায় এ প্রস্তাব রাজি না হওয়ায় ওই ডাক্তার সিজারের সময় অবহেলা করায় মা ও নবজাতকের মৃত্যু হয়েছে।

মীমের খালা মাজেদা আক্তার আহাজারি করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জোরর্পূবক ছাড়পত্রে সই নিয়ে মা ও মেয়ের মরদের বের করে দেয়। প্রতিবাদ জানালে আমাদের গায়ে হাত তোলা হয়।

অভিযোগ আছে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সালমা জাহান পাশেই অবস্থিত একটি বেসরকারি ক্লিনিক সোনিয়া নার্সিং হোমে কনসালটেন্ট (গাইনি) হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে আগেও জেনারেল হাসপাতালের প্রসূতিদের ওই ক্লিনিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে সিজার করান।

এসব বিষয়ে জানতে চাইলে ‘হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান ঢাকায় থাকায় গণমাধ্যমকে কোনো ধরনের সাক্ষাৎকার দিতে পারবো না’ বলেই ফোন কেটে দেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জুনিয়র কলসালটেন্ট (গাইনি) ডা. সালমা জাহান।

হাসপাতালের তত্ত্বাবধায়কের চলতি দায়িত্বে থাকা সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. প্রনব কর্মকারের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জাগো নিউজকে বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাটি তদন্ত করতে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।