তফসিল বাতিলের দাবি

বগুড়ায় নির্বাচন অফিসের সামনে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২১ নভেম্বর ২০২৩

তফসিল বাতিলের দাবিতে বগুড়ায় নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের খান্দার মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে জেলা নির্বাচন কার্যালয় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। মিছিলে বগুড়া শহর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অর্ধশত নেতাকর্মী অংশ নেন।

বগুড়া শহর শাখা জামায়াতের নেতা আজগর আলী এতে নেতৃত্ব দেন। সংক্ষিপ্ত সমাবেশে এ নেতা বলেন, দমন-পীড়ন করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রহসন আখ্যা দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।