দেড়শ পথশিশুকে পেটভরে বিরিয়ানি খাওয়ালো ‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২১ নভেম্বর ২০২৩

জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে নোয়াখালীতে দেড়শ পথশিশুর মুখে হাসি ফোটালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিশুদের কেক ও উন্নত খাবার খাওয়ানোর ব্যবস্থা করেছেন তারা।

সোমবার (২০ নভেম্বর) ‘হাসতে শিখুক পথশিশু’ প্রতিপাদ্যে বেগমগঞ্জের চৌমুহনী রেলওয়ে স্টেশনে ‘নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

উন্নত খাবার খেতে পেরে পথশিশু আবির (১২) বলে, ‘আমরা ঠিকমতো খেতে পাই না। তার ওপর বিরিয়ানিতো প্রশ্নই আসে না। আজ ভাইয়ারা আমাদের সবাইকে কেক, বিরিয়ানি খাইয়েছে। অনেক ভালো লাগছে।’

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান রায়হান জাগো নিউজকে বলেন, ‘হরতাল-অবরোধে ভাসমান শিশুগুলো খাওয়ায় কষ্ট পাচ্ছে। তারা ঠিকমতো খাবার পায় না। তাই অন্তত একটি দিন যেন এরা পেটভরে ভালো খাবার খেতে পারে, মন ভরে হাসতে পারে সেজন্যই আমাদের এ আয়োজন।’

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাহেদ মুনীম ফয়সাল, সহ-সভাপতি শাহাজাদি আফরোজ, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান শাওন, দপ্তর সম্পাদক শামিম চৌধুরী, কোষাধ্যক্ষ সাজ্জাদুল করিম প্রমুখ।

পরে চারটি কেক কেটে শিশুদের মধ্যে বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এসময় সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে নাচ, গান ও বিভিন্ন খেলায় মেতে ওঠে পথশিশুরা।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।