ঈশ্বরদীতে কৃষক হত্যায় ৬ জনের যাবজ্জীবন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (ঈশ্বরদী) পাবনা
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২০ নভেম্বর ২০২৩

পাবনার ঈশ্বরদীতে সিকেন্দার শাহ নামের এক কৃষক হত্যায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে নির্দোষ প্রমাণিত না হওয়ায় আটজন খালাস পেয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার বাবুলচারা গ্রামের ইউসুফ আলী শাহর ছেলে জিয়া শাহ ও মজিবর শাহ, মৃত গেদু শাহর ছেলে শাহজাহান শাহ, মৃত ফজু শাহর ছেলে আতু শাহ, পরশ উল্লা শাহর ছেলে সেন্টু শাহ ও মৃত গফুর শাহর ছেলে ইয়ারুল শাহ।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর কৃষিজমি সংক্রান্ত বিরোধের জেরে ক্ষেতের মধ্যেই বাবুলচারা গ্রামের সিদ্দিুকর রহমান শাহের ছেলে সিকেন্দার শাহকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই জিন্নাত শাহ ১৬ জনের নামে হত্যা মামলা করেন। এদের মধ্যে দুই আসামির মৃত্যু হয়। পরে ২০১১ সালের ৪ জানুয়ারি বাকি ১৪ জনের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী কাজি সাইদুর রহমান বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

শেখ মহসীন/এনআইবি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।