‘পেটতো আর হরতাল বোঝে না’
‘পেটতো আর হরতাল-অবরোধ বোঝে না। গাড়ি নিয়ে রাস্তায় বের না হলে খাব কি? না হয় উপোস থাকতে হবে। দু’একদিন হলে গাড়ি না চালিয়ে বসে থাকা যেত। টানা অবরোধ-হরতাল হচ্ছে, না বেরিয়ে উপায় নেই।’ -এভাবেই আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন ঢাক-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট-সীতাকুণ্ড রুটের লেগুনাচালক আলমগীর হোসেন।
তিনি আরও বলেন, আমার পরিবারের সদস্য পাঁচজন। দুই ছেলে-মেয়ে পড়ালেখা করছে। গাড়ি চালানোর আয়ে সংসার ও তাদের লেখাপড়ার খরচ চলে। অবরোধের কারণে প্রথম কয়েকদিন গাড়ি নিয়ে বের হইনি। ধারদেনা করে চলতে হয়েছে। এরপর আর বসে থাকিনি, গাড়ি নিয়ে বের হই নিয়মিত। তবে স্বাভাবিক দিনের তুলনায় যাত্রী কম। তারপরও দিন শেষে ৪০০-৫০০ টাকা আয় হয়।
আরও পড়ুন: মাইকিংয়ে সাড়া দেননি নেতারা, পোস্টার-ব্যানার অপসারণ করেছে পৌরসভা
মোহাম্মদ হোসেন নামে আরেক চালক বলেন, গাড়ি নিয়ে বারইয়ারহাট থেকে টান দিয়েছি। মিরসরাই সদরে এসে বড়দারোগাহাট না গিয়ে আবার ঘুরিয়ে দিয়েছি। রাস্তায় বেশি যাত্রী নেই। মাত্র ১৪০ টাকার ভাড়া উঠেছে। খুব বেশি প্রয়োজন ছাড়া লোকজন রাস্তায় বের হয় না এখন।
সোমবার (২০ নভেম্বর) মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ রুটে চলাচল করা যাত্রীবাহী বাসগুলো থেকে যাত্রী উঠানামা করছে। অনেকে বাসের জন্য অপেক্ষা না করে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনাযোগে গন্তব্যে রওয়ানা দিয়েছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মধ্যরাতে গমবোঝাই ট্রাকে আগুন
এদিকে বিএনপি ও সমমনা দলের ডাকে টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ড অংশে দূরপাল্লার যাত্রীবাহী বাস ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহন চলাচল করছে। পণ্য বোঝায় ট্রাক, কাভার্ডভ্যান, লরি, পিকআপ, চয়েস ও উত্তরা পরিবহনের কিছু বাস চলাচল করছে। রাত থেকে মহাসড়কের বিভিন্ন স্পটে অবস্থান করছে সরকারি দলের লোকজন। এছাড়া দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অন্যদিকে হরতালের সমর্থনে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে রাতে মহাসড়কে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
আরও পড়ুন: বগুড়ায় বিএনপি নেতার কার্যালয়ে হামলা-ভাঙচুর
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালের কোনো প্রভাব নেই। যান চলাচল স্বাভাবিক আছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে রাত থেকে পুলিশ ডিউটি করছে।
এম মাঈন উদ্দিন/জেএস/জেআইএম